Showing posts with label Bengali news. Show all posts
Showing posts with label Bengali news. Show all posts

Saturday, May 5, 2018

এই সব পর্ণস্টার হল বিবাহিত,এদের স্ত্রীদের দেখলে আপনি পাগল হয়ে যাবেন দেখুন

এই সব পর্ণস্টার হল বিবাহিত,এদের স্ত্রীদের দেখলে আপনি পাগল হয়ে যাবেন দেখুন

এখন বলিউডে একের পর এক অনেক ফিল্ম তৈরি হচ্ছে আর মানুষ এই সকল ফিল্মগুলিকে খুব পছন্দ করছে ।আর এই রকম বলিউড দুনিয়ার পাশাপাশি আরও একটি দুনিয়া দেখতে পাওয়া যায় আর সেটি হল হলিউডের দুনিয়া ।আর হলিউড ফিল্মগুলি বলিউডের ফিল্ম গুলির থেকে অনেক বড় হয়ে থাকে।আর হলিউডের সব ফিল্মগুলিকে মানুষ সব থেকে বেশী পরিমানে পছন্দ করে থাকে ।আর হলিউডের ফিল্মে ক্রিয়েটিভিটি সব থেকে ভালো রকমের হয়ে থাকে ।
আর যদি কথা বলা হয়ে থাকে হলিউডের অভিনেতা অভিনেত্রিদের তাহলে এই বলিউডের দুনিয়ার থেকে বেশী ফ্যান ফলোয়ার আছে এই হলিউড এর ফিল্মের অভিনেতা আর অভিনেত্রিদের ।আর আমরা যখন কোন ফিল্মে কোন অভিনেতা আর অভিনেত্রিদের রোমান্স করতে দেখি তাহলে আমরা ভাবি এটা যদি আমার সাথে হয়,তাহলে কতই না ভালো হত ।
জনী সিন্স আর কিসসা পাপা-জনী সিন্স এডাল্ট ফিল্মের অভিনেতাদের মধ্যে একজন বড় স্টার ।আর জনী সিন্স তাঁর নিজের জীবনের শুরু সাল ২০০৬ করেছিল ।জনী সিন্সের অনেক অনেক এডাল্ট ফিল্মে কাজ করেছে ।আর যদি তাঁর স্ত্রী এর কথা বলা হয়ে থাকে সে হল কিসসা পাপা সেও একজন বড় এডাল্ট ফিল্মের স্টার ।আর সে দুনিয়ার সব থেকে বড় এডাল্ট ফিল্মে কাজ করে থাকে ।
জেমস দীন আর স্টোয়া- জেমস দীন আমেরিকার একজন বড় অভিনেতার মধ্যে একজন ।মাত্র ১৮ বছর বয়স থেকে জেমস তাঁর এই অভিনয়ের দুনিয়া শুরু করেছিল ।আর সে ২০০৪ সালে ৬০০ থেকে বেশী ভিডিও রিলিজ করেছিল ।আর তিনি একজন বড় অভিনেতাদের মধ্যে একজন ।
মোনুওল জীনিন আর কিম্বরলী নিকোল রথকোম্প – ১৯৭৫ সালে জন্ম নেওয়া মোনুওল জীনিল এডাল্ট ফিল্মের একজন বড় স্টার আবার তাঁর সাথে একজন নির্দেশক ।আর সে ২০১২ সালে কিম্বরলী নিকোল কে বিবাহ করেছিল ।
শাহরুখ খান যাকে ঘৃণা করে তাঁর সাথে হয়ে গেছে সুহানার প্রেম, কে সে জানলে চমকে যাবেন জানুন

শাহরুখ খান যাকে ঘৃণা করে তাঁর সাথে হয়ে গেছে সুহানার প্রেম, কে সে জানলে চমকে যাবেন জানুন

এখন সব থেকে বেশী বলিউডে স্টারদের সন্তানদেরকে নিয়ে আলোচনা হয়ে থাকে ।আর শাহরুখ খানের মেয়ে সুহানাকে আপনারা সকলেই জানেন ।আর সুহানাকে আপনারা আইপিএল ম্যাচ চলা কালীন দেখেছেন যেখানে তাকে দেখতে খুব সুন্দরী লাগছিল আর যার জন্যে সুহানা চর্চার বিষয় হয়েছিল ।আর এখন একটি খবর খুব ভাইরাল হচ্ছে আর এই খবরটি সুহানা খান কে নিয়ে ।আর খবর অনুযায়ী সুহানা খান নাকি শাহীদ কাপুরের সাথে ডেট করতে যেতে চায় ।

হ্যাঁ এই কথাটি একদম সত্যি ।আর আপনারা জানেন যে সে শাহরুখ খানের একজন বড় শত্রু । আর এখন স্টার কিডদের নিয়ে খুব চর্চায় আছে সুহানা । আর কিছু দিন আগে সুহানা তাঁর একটি ছবির কারনে ভাইরাল হয়েছিল আবার এখন সে নাকি শাহিদ কাপুরের সাথে ডেটে যেতে চায় এটি এখন খুব ভাইরাল হচ্ছে ।
আর এই খবরটি একটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে ।আসলে সুহানা খান একটি ইন্টারভিউ জানিয়েছিল যে সে সব থেকে বেশী কোন বলিউড অভিনেতাকে পছন্দ করে থাকে ।আর কার সাথে সে ডেটে যেতে চায় ।আর তখন তাঁর উত্তরে শাহিদ কাপুরের নাম বলেছিল ।আর আপনারা সকলেই জানেন শাহিদ বিবাহিত ।তাও তাঁর সাথে যেতে চায় সুহানা ।মেয়েরা শাহিদের জন্যে এখন পাগল ।
আর সুহানা তাকে খুব পছন্দ করে থাকে ।আর এই খবরটি সকলকে চমকে দেওয়ার মত কারন শাহরুখ খান শাহিদ কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে সেই রকম ভাব দেখতে পাওয়া যায় না ।আবার একটা সময় ছিল যখন প্রিয়াঙ্কা আর শাহরুখের সম্পর্কের কথা খুব ভাইরাল হয়েছিল । আর তারপর তারা আলাদা হয়ে গিয়েছিল ।
আর তারপর প্রিয়াঙ্কা লাইফে শাহিদের এন্ট্রি হয়েছিল ।আর তাদের দুজনের সম্পর্ক অনেক দিন ধরে চলেছিল ।আর অনেক বার শাহিদকে প্রিয়াঙ্কার বাড়িতে দেখা গিয়েছিল ।আর এই সব কারনে শাহরুখ খান আর শাহিদ কাপুরের মধ্যে একটি ঝগড়া জিনিসের সৃষ্টি হয়েছিল ।কিন্তু তাদের এই ঝগড়া মিডিয়ার সামনে কোন দিন আসেনি ।

Thursday, April 26, 2018

৫০টি ধর্ষণ ও ১২টি খুন, সিরিয়াল কিলার ধৃত চার দশক পরে

৫০টি ধর্ষণ ও ১২টি খুন, সিরিয়াল কিলার ধৃত চার দশক পরে

৫০টি ধর্ষণ ও ১২টি খুন, সিরিয়াল কিলার ধৃত চার দশক পরে
রোমহর্ষক সিনেমায় এ রকম ঘটে। তাই বলে বাস্তবে!
চার দশক পরে ধরা পড়ল ক্যালিফোর্নিয়ার অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার ও ধর্ষক জোসেফ জেমস ডি অ্যাঞ্জেলো। প্রাক্তন পুলিশ অফিসার, ৭২ বছর বয়সি জোসেফের বিরুদ্ধে অন্তত ১২টি খুন, ৫০টি ধর্ষণ এবং কয়েক ডজন বাড়িতে লুটপাটের প্রমাণ মিলেছে।
১৯৭৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি এলাকায় ত্রাস ছড়িয়েছিল ‘গোল্ডেন স্টেট কিলার’। রাতের বেলা বাড়িতে ঢুকে আক্রমণ চালাত সে। পুরুষদের সামনেই মহিলাদের ধর্ষণ করত। কেউ বাধা দিতে গেলে খুন করত। ধর্ষণের পরে লুটপাট চালিয়ে পালাত। ১৩ বছরের কিশোরী থেকে ৪১ বছরের মহিলা, কাউকেই ছাড়ত না সে। পরপর কয়েক বছর খুন-ধর্ষণ চালাত, তার পর কয়েক বছর চুপ থাকত। এ ভাবে তিন দফায় তাণ্ডব চালায় জোসেফ। তখন তদন্তে নেমেছিল এফবিআই। গোয়েন্দারা ভেবেছিলেন, এই সব তিন জন দুষ্কৃতীর কাজ। ১৯৮৬-র পরে এ ধরনের আর ঘটনা ঘটেনি। দুষ্কৃতীও অধরা থেকে যায়। গোয়েন্দাদের দাবি, নিজে পুলিশে চাকরি করতে বলেই এত দিন গা ঢাকা দিয়ে থাকতে পেরেছিল জোসেফ।
কয়েক সপ্তাহ আগে গোয়েন্দাদের হাতে কিছু ডিএনএ প্রমাণ আসে, যার সাহায্যে দুষ্কৃতীকে শেষ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়। স্যাক্রামেন্টোর শহরতলিতে জোসেফের বাড়ি। বুধবার সেখানেই হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

Thursday, March 29, 2018

ক্রোনিয়ে স্মৃতি ফিরিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্মিথ

ক্রোনিয়ে স্মৃতি ফিরিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্মিথ

কান্নায় ভেঙে পড়লেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুতেই মেনে নিয়েছিলেন বল বিকৃতির পিছনে তাঁদের পরিকল্পনার কথা। বৃহস্পতিবার দেশে পৌঁছে সাংবাদিক সম্মেলনে আরও একবার সব দোষ স্বীকার করে বলেন, ‘‘বড় ভুল। আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি।এটা আমার নেতৃত্বের হার।’’ তাঁর সঙ্গে নাম রয়েছে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।
১৮ বছর পর বিশ্ব ক্রিকেটে আবারও সেই একই দৃশ্য। সময় বদলেছে, বদলেছে ক্রিকেটের নানা নিয়ম। এসেছে ২০ ওভারের খেলা। বেড়েছে গড়াপেটার মতো ঘটনাও। সে আইপিএল হোক বা অন্যত্র। কিন্তু যে ভাবে বল বিকৃতির ঘটনায় জরিয়ে গেল অস্ট্রেলিয়া ক্রিকেটের বড় বড় নাম তাতে আরও একটা বিশ্ব ক্রিকেটে ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়ে স্মৃতি। এ বার অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। ক্রোনিয়ে সেই সময় দক্ষিণ আফ্রিকার অধিনাক ছিলেন।
প্রথমে দায় অস্বীকার করেছিলেন ক্রোনিয়ে। পরে মেনে নেন ম্যাচ গড়াপেটা হয়েছিল। কেপ টাউনে তিন দিনের টানা জেরায় স্বীকার করে নেন, তিনি বুকিদের থেকে টাকা নিয়েছিলেন। তার পরই ভেঙে পড়েছিলেন কান্নায়। সে সময় উঠে এসেছিল হার্শেল গিবস, আজহারউদ্দিন, অজয় জাডেজা, নয়ন মোঙ্গিয়া, নিখিল চোপড়ার নাম।
আরও একবার সেই একই দৃশ্য। একইরকম ভাবে টেলিভিশন চ্যানেলে কান্নায় ভেঙে পড়েছিলেন স্বয়ং কপিল দেব। যখন আঙুল উঠেছিল তাঁর দিকেও। এ বার স্মিথ বলেন, ‘‘যদি এখান থেকে কিছু ভাল হয় সেটা হল শিক্ষা। আমি আশা করি আমার মধ্যে কিছু বদল আসবে। সারা জীবন  এটার জন্য অপরাধবোধে ভুগব।আশা করি আমি আমার সম্মান আবার ফিরে পাব